২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
স্পোর্টস ডেস্ক
২০০৪ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম মুখোমুখি হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও লিডস ইউনাইটেড।
১৬ বছর পর ঘরে মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে লিডসকে পেয়ে গোলোৎসবে মাতে ম্যানইউ।
রোববার রাতের ম্যাচে ম্যানইউর কাছে ‘হাফ ডজন’ গোল হজম করেছে লিডস। বিপরীতে দুটি গোল শোধ করতে পারেন মার্সেলো বিলসার শিষ্যরা।
ম্যানইউর প্রথমার্ধের পারফরম্যান্সেই জয়ের সুবাস পেয়ে যান দলটির সমর্থকরা।
মধ্যবিরতির আগে লিডসের জালে ‘এক হালি’ গোল জমা করে ম্যানইউ।
গোলগুলো আসে স্কট ম্যাকটোমিনায়, ব্রুনো ফার্নান্দেজ, ভিক্টর লিন্ডেলফের পা থেকে।
এই অর্ধে একটি গোল শোধ করেন লিডসের লিয়াম কুপার।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে ম্যানইউকে এগিয়ে দেন স্কট ম্যাকটোমিনায়।
সেই গোলের রেশ কাটতে না কাটতেই ফের লিডসের জালে বল জড়ান স্কট।
ম্যাচের ২০তম মিনিটে লিডসের জাল কাঁপান ব্রুনো ফার্নান্দেজ। এর ১৭ মিনিট পর দলের হয়ে চতুর্থ গোলটি করেন ভিক্টর লিন্ডেলফ।
৪-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানইউ। বিরতি যাওয়ার মিনিট পাঁচেক আগে একটি গোল শোধ করেন লিডসের লিয়াম কুপার।
৪-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে নেমে রক্ষণভাগ আরও মজবুত করে লিডস। এর পরও জালকে সুরক্ষা দিতে পারেননি লিডসের ডিফেন্ডাররা।
৬৬তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ম্যানইউর ড্যানিয়েল জেমস।
৭০ মিনিটে পেনাল্টি পায় ম্যানইউ। সফল স্পট কিক থেকে গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন ব্রুনো ফার্নান্দেজ।
এর তিন মিনিট পর ম্যানইউর জালে বল জড়াতে সক্ষম হন স্টুয়ার্ট ডালাস। তবে তাতে শুধু ব্যবধানই কমেছে।
বাকি ২০ মিনিটে আর গোল শোধ করার দুঃসাহস দেখাতে পারেনি লিডস।
ফলে ৬-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সোলশায়েরের শিষ্যরা।
এই জয়ের পর তিন নম্বরে উঠে এসেছে ম্যানইউ। ১৩ ম্যাচশেষে তাদের অর্জন ২৬ পয়েন্ট। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে লেস্টার সিটির পয়েন্ট ২৭।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D