২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী পরিবহনে চারটি বড় (৫৬ সিটের) বাস সংযোজন হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংখ্যা দাঁড়ালো ৯-এ।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নতুন চারটি বাসের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
বাস উদ্বোধন করে দানবীর ড. রাগীব আলী বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতসহ
পড়াশুনার সুন্দর পরিবেশ গড়ে তুলতে লিডিং ইউনিভার্সিটি কর্তৃৃপক্ষ আন্তরিক। এর মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় পরিবহন ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ এগিয়ে গেলো। শিক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পড়াশুনার সুন্দর পরিবেশ গড়ে তুলতে এ বিশ্ববিদ্যালয় সবসময় দায়িত্ব নিয়ে কাজ করে আসছে। তিনি আগামীতে নতুন একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোয়ার্টার নির্মাণসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির পরিকল্পনার কথা উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, পরিবহন ব্যবস্থাপনায় নিজস্ব নয়টি বাস যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্যই এক বিশাল সফলতা। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াতের জন্য রাস্তা বর্ধিতকরণ, ব্রিজ নির্মাণসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় বর্তমান সরকারের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। স্বল্প সময়ের মধ্যেই নতুন ব্রিজ এবং রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ফজলে এলাহী মামুন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের নতুন ৯টি বাস ছাড়াও বিআরটিসি থেকে ভাড়ায় চালিতসহ মোট ২০-২২টি বাস প্রতিদিন শিক্ষার্থী পরিবহন করে আসছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D