সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
লেনদেনের বিরোধে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১
ডেস্ক রিপোট
পূর্বের আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউসুফ (৩০) নামে এক কর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও জেলা সমন্বয় সভা চলছিল। একই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।
এতে বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবকে জানালে তিনি মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে বিষয়টি দেখার দায়িত্ব দেন।
অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং পরে টাকা ফেরত না দিয়ে তাদের আটকে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে বংশালের নেতারা পালিয়ে আসেন।
এরপর থেকে তারা রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে ব্যর্থ হন।
সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি।
শাহবাগ থানার এক কর্মকর্তা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি