লোকালয়ে লজ্জাবতী বানর

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

লোকালয়ে লজ্জাবতী বানর

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে দুই কিশোর। বুধবার বিকেলে উপজেলার মাধবপুর হাইস্কুল মাঠ থেকে বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদকর্মী আসহাবুর ইসলাম শাওন বলেন, মাধবপুর মাঠে কিশোররা ফুটবল খেলছিল। একপর্যায়ে মাঠ সংলগ্ন সুন্দরবন শ্মশান ঘাটে একটি গাছের নিচে বানরটি পড়ে থাকতে দেখে সতীর্থ নামে এক কিশোর। পরে সে শামীমকে খবর দিয়ে বানরটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে সহকারী বন সংরক্ষক আনিসুজ্জামানকে খবর দেই। তার নির্দেশে রাতে বনকর্মী বুলবুল মোল্যার কাছে বানরটি হস্তান্তর করা হয়।

সহকারী বন সংরক্ষক আনিসুজ্জামান জানান, বন ধ্বংস এবং খাদ্যের অভাবে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। বানরটি সংরক্ষিত অঞ্চলে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, লজ্জাবতী বানর নিশাচর প্রাণী। বছরে একবার একটি করে বাচ্চা দেয়। ইংরেজি নাম Slow loris এবং বৈজ্ঞানিক নাম Nzcticebus coucang। গহীন সবুজ বনের ভেতরে লম্বা গাছের মগডাল থেকে গাছের কচিপাতা, আঠা, কষ, ছোট ছোট পোকামাকড়, ছোট পাখি ও বিভিন্ন প্রাণীদের ডিম এদের খাদ্যের তালিকায়ে রয়েছে। তবে অন্য বানরের মতো হাত দিয়ে খায় না, পাখির মতো মুখ লাগিয়ে খায়। খুব শান্ত স্বভাবের। অন্যান্য বন্যপ্রাণীর চেয়ে তারা বেশ ধীরে চলে। বিশেষ প্রয়োজন না হলে দিনে এরা চলাচল করে না।

মৌলভীবাজার প্রতিনিধি