২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
খেলাধুলা : রিয়ালের বিপক্ষে গত ম্যাচের আগে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্কের কোচ লুইস কাস্ত্রোর ঘুম ছুটে গিয়েছিল। ক্লাবের মোট ১৯জন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ! এর মধ্যে মূল দলের খেলোয়াড় ১৩ জন।এদিকে চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের মুখোমুখি হতে ক্লাবের যুবদলের খেলোয়াড়দের দ্বারস্থ হতে হয়েছিল কাস্ত্রোকে। মূল দলের ১০ খেলোয়াড় ছাড়াই রিয়ালের মুখোমুখি হওয়াকে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ‘দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাওয়া’ বলেছিলেন পর্তুগিজ এ কোচ।তরুণ এই দলটাই তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। দ্বিতীয় সারির খেলোয়াড়দের কাছে রিয়াল হেরেছিল ৩-২ গোলে।শাখতারের খেলোয়াড়দের যেন হারানোর কিছুই ছিল না, ওদিকে প্রায় সবকিছু থাকতেও রিয়ালের খেলা ছিল সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার মতো। এই ম্যাচ জিতেই লুইস কাস্ত্রোর বুকে সাহস যেন বেড়ে গেছে আরও কয়েক শ গুণ।যে কাস্ত্রো গত ম্যাচের আগে আসন্ন বিপর্যয়ের চিন্তা করে খাবি খাচ্ছিলেন, সেই কাস্ত্রোর কণ্ঠেই এখন হুংকার।রিয়ালের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের খেলার আগে ঘোষণা দিয়েছেন, রিয়ালকে আরেকবার হারানোর সামর্থ্য আছে তাঁর শাখতারের।এর পেছনের কারণটাও ব্যাখ্যা করেছেন কাস্ত্রো, ‘গতবার আমরা ঘরের বাইরে একটা ম্যাচও হারিনি।ম্যানচেস্টার সিটির বিপক্ষে ড্র করেছি, আতালান্তাকে হারিয়েছি, আর জাগরেবে গিয়ে ড্র করে এসেছি। আমরা এর মধ্যেই ছন্দে চলে এসেছি, রিয়ালের বিপক্ষে জিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি।আমার আসলেই মনে হয় রিয়ালকে আরেকটিবার হারানোর সামর্থ্য আছে আমাদের। ম্যাচের মধ্যে বিরতি অনেক কম, কিন্তু আমাদের মনে হয় আমরা যা করছি, ভালোই করছি। আমরা সেটাই করছি, যা আমাদের উন্নতির পথে নিয়ে যায়।’শাখতারের মাঠ অলিম্পিস্কি ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে রিয়াল মাদ্রিদের সঙ্গে বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে লড়বে কাস্ত্রোর দল। আজ শাখতারের বিপক্ষে জিতলে পরের রাউন্ডে ওঠা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D