শতভাগ রেকর্ড হলো না ভারতের

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

শতভাগ রেকর্ড হলো না ভারতের

খেলাধুলা : চলতি বছরে ভারত এর আগে টি-টোয়েন্টি খেলেছে ৯টি। জিতেছে সবকটিতেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই চলতি বছর টি-টোয়েন্টি রেকর্ডটা নিষ্কলুষ থাকতো বিরাট কোহলীর দলের, হয়ে যেত অজিদের মাঠে তাদের ধবলধোলাই করার কীর্তিটাও। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১২ রানে হেরে সে কীর্তি আর গড়া হলো না সফরকারী ভারতের।সিরিজ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। গতকাল মঙ্গলবারের শেষ ম্যাচটা তাই হয়ে পড়েছিল নেহায়েত নিয়ম রক্ষার। তবু অস্ট্রেলিয়ার মাঠে ধবলধোলাইয়ের হাতছানিতে শক্তিশালী দলই মাঠে নামায় ভারত। দলের পারফর্ম্যান্স তাতে মোটেও জুতসই হলো না।শুরুতে অ্যারন ফিঞ্চকে অল্প রানে ফেরালেও এরপর স্টিভেন স্মিথ আর ম্যাথিউ ওয়েডের কল্যাণে বড় সংগ্রহের দিকে এগোয় অজিরা। দলীয় ৭৯ রানে ফেরেন স্মিথ। এরপরই যেন খোলস ছেড়ে বেরোলেন ওয়েড। দলীয় ১৬৯ রানে যখন ফিরলেন, নামের পাশে তখন যোগ হয়ে গেছে ৮০ রানের ইনিংস। এরপর গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ে অস্ট্রেলিয়া পায় ১৮৬ রানের লড়াকু সংগ্রহ।জবাবে ভারত উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। বিরাট কোহলীর ৮৬ রানের ইনিংসের পরও দলের সংগ্রহ থামে ১৭৪ রানে। ফলে হোয়াইটওয়াশ আর শতভাগ রেকর্ড দুটোই হাতছাড়া হয় কোহলীর দলের।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল