শশীর ছক্কা

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

শশীর ছক্কা

বিনোদন ডেস্কঃঃ ছক্কা হাঁকালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশী। একসঙ্গে ছয়টি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এগুলো হচ্ছে জাহিদ হাসানের ‘হুলস্থূল’, নিয়াজ মাহবুবের ‘জলকুমারী’, আজাদ আবুল কালামের ‘টুইন ভিলেজ’, শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের পণ্ডিতেরা’, সরকার মিল্টনের ‘অরুণিমা অবশেষে’ ও বিপ্লব হায়দারের ‘জুলি বিউটিফুল’। শশী বলেন, চলতি বছর ধারাবাহিক নাটকেই আমি বেশি ব্যস্ত থেকেছি। শুধু খণ্ড নাটকে কাজ করলে সারা বছর কোনো শিল্পীর ব্যস্ততা থাকে না। আমি যেহেতু অভিনয় ছাড়া অন্য কিছু ভাবি না। তাই এর প্রতিই সব সময় মনোযোগী। চেষ্টা করি ভালো গল্প ও চরিত্রে কাজ করতে।

যদিও এ সময়ে ধারাবাহিক নাটকে ভালো গল্প ও চরিত্র খুব বেশি নেই। এদিকে চলতি বছর শেষের দিকে। এ বছরটি টিভি নাটকের জন্য কেমন ছিল? এ প্রশ্নের উত্তরে শশী বলেন, চলতি বছর টিভি নাটকে ভালো কিছু হয়েছে তেমন বলা যায় না। কারণ গেল দুই তিন বছর আমাদের নাটক থেকে গল্প প্রায় হারিয়ে গেছে। মাঝে গেল ঈদে গল্পনির্ভর কিছু নাটক নির্মাণ হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার সেই গতানুগতিক ধারায় আমরা ফিরে এসেছি।