১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
০১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার: সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখবে। নিয়মানুবর্তিতা ও সময়ের মূল্যায়ন করে প্রত্যেক ছাত্রছাত্রীকে রুটিন মাফিক তার প্রতিদিনের পড়ালেখা চালিয়ে নিতে হবে। তবেই অভিষ্ঠ লক্ষে পৌঁছে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে। একজন শিক্ষার্থীকে শুধু সুশিক্ষায় শিক্ষিত হলে চলবে না, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। আসুন আমরা সকলে মিলে মহান স্বাধীনতার ঘোষক বহুদলী গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নময় সু-শিক্ষিত জাতি গঠনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।
তিনি বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল সিলেটের উদ্যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্রনেতা নাবিন রাজা চৌধুরীর সভাপতিত্বে ও মদন মমোহন কলেজ ছাত্রদল নেতা রাহিয়ান চৌধুরী রাহী’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ছাত্রনেতা জেহিন আহমদ।
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হাসান মুহিন, খন্দকার মনিরুজ্জামান, ইমাদ উদ্দীন চৌধুরী ইমাদ, হারুনুর রশিদ হারুন, এস এম শেফুল, জুয়েল চৌধুরী, আব্দুল বাসিত, শাইরুল ইসলাম, রুবেল আহমদ, রুম্মন রশিদ খান মুন্না, এএমএন কাওছার, সাধন কর্মকার, বাবলু আহমদ, শুভ ঘোষ, রাজু আহমদ, জাহেদ আহমদ, রুমন চৌধুরী, জিসান আহমদ, রায়হান আহমদ, বাবলু আহমদ, রিমন আহমদ, তুষার আহমদ, শাকিব আহমদ, মুরাদ আহমদ, পল্লব আহমদ, জালাল আহমদ, রাজীব আহমদ, সুজন আহমদ, মুসা আহমদ, রায়হান আহমদ, শাহীন, আহমদ, সুমন ইকবাল, আরমান আহমদ, সংবর্ধীতদের মধ্যে বক্তব্য রাখেন ইশতিয়াক আহমদ, নাজমুল হাসান নাবিল, রবিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধীত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D