শাবিতে ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯

শাবিতে ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি)সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংলিশ অলিম্পিয়াড থিয়েটার রাউন্ড’১৯ অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক এ অলিম্পিয়াডের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ (আইএমএল)। শুক্রবার (২ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. মো সাজেদুল করিম, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর তৈমুর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অলিম্পিয়াডের আঞ্চলিক কো-অরডিনেটর নাজমুল নাবিল প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘ইংলিশ অলিম্পিয়াড কম্পিটিশনের মাধ্যমে তোমাদের মনে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব তৈরি হবে। একাডেমিক কার্যক্রমে অন্যান্যদের থেকে তোমরা এগিয়ে থাকবে। এর মাধ্যমে তোমরা নিজেদের মেধাকে আরো বিকশিত করার সুযোগ পাবে। এছাড়া এ অলিম্পিয়াডের মাধ্যমে বিজয়ী হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান বক্তারা।’ উল্লেখ্য, এ অলিম্পিয়াড কিডস গ্রুপ, স্মল স্টারস, জুনিয়রস, হাই প্লেয়ারস, ট্রেইলস ব্লাজারস, সিনিয়রসহ মোট ৬টি ভাগে অনুষ্ঠিত হচ্ছে।

হাসান নাঈম, শাবি প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল