শাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

শাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস ২০’ পালন করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সমাবেশে উপাচার্য বলেন, আমদের শিক্ষার্থীরা এখন লাইব্রেরি বিমুখ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের লাইব্ররিমুখী করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারকে সম্পূর্ণ আধুনিকীকরণ করা হচ্ছে। এরই প্রেক্ষিতে অনলাইনে লাইব্রেরির ব্যবহার বাড়ানোর প্রচেষ্টা করে যাচ্ছি। যার ফলে শিক্ষার্থীরা বিশ্বের যেকোন প্রান্ত থেকে লাইব্রেরিতে প্রবেশ করে তা ব্যবহার করতে পারবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জার্নাল, বই ইত্যাদি সহজে এই সেবার আওতায় আসবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম ও ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান জিল্লুন নাহার চৌধুরী। এছাড়া বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল