শাবিতে নোঙরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

শাবিতে নোঙরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগীত বিষয়ক সংগঠন ‘নোঙর’ এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুর দেড়টায় একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে সংগঠনের উপদেষ্টা, সাবেক-বর্তমান সদস্যদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শেষ হয়। পরবর্তীতে লাইব্রেরি ভবনের সামনে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী প্রক্টর আবু হেনা পহিল, সহকারী অধ্যাপক জাভেদ কায়সার ইবনে রহমান, সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান পাভেলসহ সাবেক-বর্তমান সদস্যরা। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাতে ক্যাম্পাসে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৩ সালের ২৬ জানুয়ারি থেকে ‘নোঙর’ যাত্রা শুরু করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল