শাবি’তে সিইই বিভাগের ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ সেবা চালু

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯

শাবি’তে সিইই বিভাগের ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ সেবা চালু

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) উদ্দ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো বানিজ্যিক সেবা দানের লক্ষে চালু করা হয়েছে অত্যাধুনিক পদ্ধতি ল্যাব ম্যানেজমেন্ট সিস্টেম ‘স্মার্ট ল্যাব অটোমেশন’। এই সেবাটি উদ্ভাবম করে শাবি’র সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অধীনস্থ সেন্টার ফর রিসার্চ, টেস্টিং এন্ড কনসালটেন্সির (সিআরটিসি) সার্বিক সহযোগিতায়।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শাবি’র সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) সিআরটিসি’র সমন্বয়ক ড. মো. ইমরান কবির।

তিনি জানান, এই অটোমেশন সেবার অধীনে নির্মাণ সামগ্রী পরীক্ষার ফলাফলসহ সবকিছু অনলাইনের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে।

তিনি অটোমেশন সিস্টেম সম্পর্কে আরো বলেন, এ ল্যাবের অধীনে মোট চারটি সেবা দেওয়া হবে। পানি, বাতাশ, মাটি ও ট্রান্সপোর্টেশনের যাবতীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিইই সিআরটিসি ডিরেক্টর অধ্যাপক ড. জহির বিন আলম, চেয়্যারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক, সিইই বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ ও সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, টেকনেক্সট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. সৈয়দ রেজওয়া এছাড়া বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী যেমন, সিমেন্ট, বালু, পাথরসহ নির্মাণ সামগ্রী ও রাস্তার বেজ নির্মাণের সামগ্রীর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।

লিখিত বক্তব্যে জানা যায়, এখানে অনলাইনে অত্যাধুনিক প্রযুক্তি সেবার অধীনে গ্রাহকরা এ সেবা দেশ বিদেশের যেকোন স্থান থেকে এমনকি ঘরে বসে নিতে পারবেন। যেখানে কাজের জন্য সিআরটিসি কনসালটেন্সি প্রদানে এক্সপার্টও নিয়োজিত করে থাকে।

হাসান নাঈম (শাবি প্রতিনিধি) 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল