২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত শিক্ষকদের গুণগত শিক্ষা ও প্রশিক্ষন কর্মশালার সনদপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া আইকিউএসির একটি নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির কনফারেন্স রুমে এ সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিক্ষকের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আইকিউএসির সাবেক পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনাও দেয়া হয়। সনদপ্রদান অনুষ্ঠানে আইকিএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ভালো করছে। গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমরা অনেক এগিয়ে। কেবল ভালো শিক্ষকদের দ্বারাই ভালো শিক্ষার্থী তৈরি সম্ভব। তাই শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আরো অধিকতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D