শাবিপ্রবির শিক্ষার্থীরা ক্লাস করবে অনলাইনে

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২০

শাবিপ্রবির শিক্ষার্থীরা ক্লাস করবে অনলাইনে

শাবিপ্রবি প্রতিনিধি

বিশ্বব্যাপী ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় অনলাইনের মাধ্যমে তা সচল করার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার কোনো রকম ক্ষতি হোক তা আমরা চাই না। করোনা ভাইরাসে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে থাকলে বিশ্ববিদ্যালয় আগের মতো সেশনজটে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই ইউজিসির নির্দেশনা অনুসারে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সব অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানকে অবহিত করা হয়েছে।

অনলাইনে শিক্ষা কার্যক্রমের বিষয়টি সমন্বয় করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন ও সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।

অনলাইনে শিক্ষা কার্যক্রমের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, আমরা ক্লাস ও শিক্ষা কার্যক্রমের বিষয়গুলো নিয়ে এর আগে পরীক্ষামূলকভাবে কাজ করেছি। আমরা আশাবাদী বিষয়টি সফলতার সঙ্গেই কাজ করবে।

খোঁজ নিয়ে জানা যায়, এরইমধ্যে কয়েকটি বিভাগ অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। শিক্ষকরা ক্লাস নেওয়ার ক্ষেত্রে জুম, সিসকো ওয়েবেক্স, গুগল মিট ও বিভিন্ন উপকরণ শেয়ারের জন্য গুগল ক্লাসরুম ব্যবহার করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল