শাবি গবেষণা খাতে পূবালী ব্যাংকের অনুদান 

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

শাবি গবেষণা খাতে পূবালী ব্যাংকের অনুদান 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণা খাতে ১৫ লক্ষ টাকার অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। ২০ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সভা কক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এর কাছে চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংকের একটি প্রতিনিধি দল। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় অনুদান এর ক্ষেত্রে পূবালী ব্যাংক পরিবারের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক দীর্ঘদিনের। আমি মনে করি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় খাতে পূবালী ব্যাংকের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট অফিসের মহাব্যবস্থাপক জনাব এরশাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.এস এম সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ ও পূবালি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

শাবি প্রতিনিধি

ফেসবুকে সিলেটের দিনকাল