২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
তবে শিক্ষার্থীদের আন্দোলন ও চাপের মুখে ইতোমধ্যে শাবিপ্রবি প্রশাসন মাহিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আবেদন করেছে। প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। একই সাথে বিগত ১১ দিনের প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করা কর্তাব্যক্তিদের বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যের জন্য তাঁদের জবাবদিহিতা সময়ের দাবি ববে মনে করছি আমরা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাহিরের মামলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রহসনমূলক বক্তব্য দিয়েছেন। তাদের এরূপ দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা আমাদেরকে হতাশ করেছে। তাদের এসব কাজের জন্য শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই চারটি পদে দায়িত্ববান ব্যক্তিদের কর্মকাণ্ড ও কথাবার্তায় আমরা বার বার হতাশ হয়েছি। তাদেরসহ সমগ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দিন দিন জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যাচ্ছে তাও শিক্ষার্থীদের জন্য শঙ্কার বলে মনে করছি আমরা। এজন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা নিজেদের মত প্রকাশের স্বাধীনতা, মানসিক ও সামাজিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছি। এ থেকে নিষ্পত্তি পেতে ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রশাসনের নিকট কিছু দাবি জানাচ্ছি।
দাবি গুলোর মধ্যে রয়েছে-মাহিরের মামলা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া দ্রুত করতে হবে, বিশ্ববিদ্যালয়কে কর্তৃপক্ষকে মাহির ও তার পরিবারের নিকট ক্ষমা চাইতে হবে, কী কারণে মামলা করা হল এবং শেষে এসে কেনই বা তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হল তার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পরিষ্কার করতে হবে, ভবিষ্যতে কোন শিক্ষার্থীকে হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের নিজ নিজ কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D