শাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

শাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২ টা থেকে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এ সভা শুরু হয়।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম। সভায় প্রেসক্লাবের বিভিন্ন দপ্তরে দায়িত্বরত সদস্যরা বিগত বছরের তাদের নিজ নিজ দপ্তরের সকল কার্যক্রম তুলে ধরেন।

প্রেসক্লাবের আগামী নির্বাচন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করা হয় সভায়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সায়েফ সায়েম, বর্তমান সহ-সভাপতি রিফাত আল মামুন, যুগ্ম সম্পাদক সাফকাত মনজুর, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী কবীরসহ কার্যকরী ও সাধারন সদস্যবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল