সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে বিভাগীয় নগরী সিলেট এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সড়কপথে ঢাকা থেকে তিনি সোমবার বিকেল সোয়া চারটার দিকে সিলেট সার্কিট হাউসে পৌঁছান। এটি তাঁর ব্যক্তিগত সফর।
সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহর দক্ষিণ সুরমার চন্ডিপুল দিয়ে নগরীতে প্রবেশের পর থেকে হাজার হাজার মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতে থাকেন। খালেদাকে দেখেই মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ।
সার্কিট হাউসের মূল ফটকসহ আশপাশের এলাকায়ও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেত্রীর গাড়িকে ঘিরে এসময় শুধু মানুষ আর মানুষ দেখা গেছে।
সিলেট সার্কিট হাউজে বিশ্রাম করবেন বিএনপি প্রধান। এরপর মাজার জিয়ারতে যাবেন। মাজার জিয়ারত শেষে আবার সার্কিট হাউজে ফিরবেন এবং সবশেষ রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
হযরত শাহজালাল (র.) মাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে তিনি নগরীর দরগাহ এলাকায় মাজারে পৌঁছান। সেখানে মহিলা এবাদত খানায় তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সার্কিট হাউজ থেকে বের হন। তাঁর সাথে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রয়েছেন। দরগাহ এলাকায় খালেদা জিয়াকে স্বাগত জানাতে ভিড় করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শাহজালাল মাজার জিয়ারত শেষে খালেদা জিয়া হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতও করবেন।
এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছান খালেদা জিয়া। সার্কিট হাউসের মূল ফটকসহ আশপাশের এলাকায়ও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেত্রীর গাড়িকে ঘিরে এসময় শুধু মানুষ আর মানুষ দেখা গেছে।
সিলেট সার্কিট হাউজে বিশ্রাম করবেন বিএনপি প্রধান। এরপর মাজার জিয়ারতে যাবেন। মাজার জিয়ারত শেষে আবার সার্কিট হাউজে ফিরবেন এবং সবশেষ রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি