শিক্ষক হেনস্তার ঘটনায় কানাইঘাটে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে শিক্ষক সমিতির মতবিনিময়

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

শিক্ষক হেনস্তার ঘটনায়  কানাইঘাটে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে শিক্ষক সমিতির মতবিনিময়
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটের রাজাগঞ্জ সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া সহ আরো ৩ শিক্ষককে এলাকার কতিপয় কিছু কুচক্রী মহল কর্তৃক হেনস্থা সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে। গত ৩০ সেপ্টেম্বর কিছু বহিরাগতরা সংঘবদ্ধ হয়ে বিদ্যালয়ে প্রবেশ করে জোরপূর্বক ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়াকে সাদা কাগজে পদত্যাগ করাতে বাধ্য করা সহ ৩ শিক্ষককে লাঞ্চিত ও মারধর এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষকদের নিরাপত্তা বিধানে কানাইঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ধারাবাহিক কর্মসূচী অব্যাহত রেখেছে।
গতকাল শনিবার বিকেল ৩টায় শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে শিক্ষকরা মতবিনিময় সভা করেন। বড়চতুল হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার ফজলুর রহমানের সভাপতিত্বে ও মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. কামাল উদ্দিন, মাও. শরিফ আহমদ, পৌর জামায়াতের আমীর মাস্টার ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মাও. ইকবাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষকদের মধ্যে ছিলেন মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক, গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক শফিকুর রহমান, সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া, সিনিয়র শিক্ষক আজমল হোসেন, কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া।
মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ রাজাগঞ্জ সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ ৩ শিক্ষককে অপদস্ত ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার নিন্দা জানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ভবিষ্যতে বহিরাগত বা কোন কুচক্রী মহল উপজেলার কোন বিদ্যালয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে করে কোন মহল ও কুচক্রীরা করতে না পারে এজন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে সুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অপদস্ত ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাটি তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহŸান জানানো হয়। সেই সাথে কর্মবিরতিতে থাকা সুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে আনতে রাজনৈতিক মহল, শিক্ষক নেতৃবৃন্দ ও রাজাগঞ্জ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বৈঠক করার আহŸান জানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল