শিশু বলাৎকার, চাপে নিশ্চুপ পরিবার!

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

শিশু বলাৎকার, চাপে নিশ্চুপ পরিবার!

সাকিব আহমেদ :: শিশু বলাৎকারের ঘটনায় এখন তোলপাড় সিলেট। জঘন্য এই ঘটনার পর ভয়ে মুখ খুলছে না ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ধামাচাপা দিতে নানা তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এমন অভিযোগ পাওয়ার পর শিশুটির পরিবারের সাথে কথা হয় দৈনিক শ্যামল সিলেট’র। বলাৎকারের বিষয়টি স্বীকার করলেও শিশুটির মা বলেন,‘আমি কি করবো, কিছুই বোঝে উঠতে পারছিনা’।

শিশু বলাৎকারের এই ঘৃন্যতম ঘটনাটি শুক্রবার বিকেলে নগরীর সোনারপাড়া বিদ্যালয়ের পিছনে ঘটে। ঘটনার পর অভিযোগ উঠে সিলেট নগরীর সোনারপাড়া এলাকার মহানগর ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম এর ছেলের উপর। এই ঘটনায় জড়িত ছিলেন তার সহযোগী আরও ৫ জন।

স্কুলের পেছন থেকে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ ঘটনাটি ধামাচাপা দিতে প্রচেষ্টা চালান। তারা ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারকে নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করেন।

এব্যাপারে ভুক্তভোগী শিশুর মা জানান, আমার স্বামী নেই, আমি এই পাড়ার ভাড়াটিয়া। একদিকে আমার আর্থিক সমস্যা। স্বামী নেই তাই মেয়েকে নিয়ে পরিবারের সব ভরনপোষণ আমাকে করতে হয়। এই ঘটনায় আমাকে সাপোর্ট দেয়ার মতো কেউ নেই। এ সময় পুলিশি সহযোগিতা নেওয়ার কথা বললেও শিশুটির মা জানান,‘আমি একা মানুষ।

আমি তো কারো কাছে অভিযোগ করিনি। যা হওয়ার হয়ে গেছে’। ঘটনা স্বীকার করলেও কেন আইনী সহযোগিতা নিচ্ছেন না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ভয়ে মামলা করিনি’।
এব্যাপারে শাহপরান (র.) থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, লোকমুখে ঘটনাটি শুনলেও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এব্যাপারে জানতে, মহানগর ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম কে তার মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল