১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৫
শীর্ষ নেতৃবৃন্দের সফর, মতবিনিময় সভায় যা বললেন মুক্তাদির
নিজস্ব প্রতিবেদক
সিলেটে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১১টায় সানরাইজ কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীয়র্ঘায়ু কামনা এই দোয়া মাহফিল ও আলোচনা সভা সফলে সিলেটের বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার বিকেলে সিলেট মহানগীরর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্টিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
মতবিনিময় সভায় জানানো হয় সিলেটের এ দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে এমএ মালিকের আগ্রহে এবং জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রচারণা শেষ। সোমবার সকাল ১১টায় পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির সন্তোষ প্রকাশ করে বলেন, গত প্রায় সপ্তাহখানেক ধরে যে প্রচারণা চালানো হয়েছে তা যথেষ্ট। আমরা এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অবশ্যই সফল হবে।
তিনি বলেন, বৃষ্টির কারণে ৫০ হাজার বা একলাখ লোকের সমাগম করা যেতে পারে এমন কোনো খোলামেলা জায়গায় আমরা আলোচনা সভার আয়োজন করতে পারিনি। আমাদের সামনে এই সানরাইজ কমিউনিটি সেন্টার ছাড়া অন্যকোনো সুযোগ ছিলনা। আমি আশা করি, এখানেই বিএনপি নেতাকর্মীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা সফল করা সম্ভব।
তিনি আরও বলেন, দোয়া ও আলোচনা সভা শেষে সিলেটের অভিজাত হোটেল স্টার প্যাসিফিকে জুলাই গণহত্যার শিকার শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে। বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীরের আগ্রহেই এ সম্মাননা অনুষ্টানের আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, বিএনপি মহাসচিবের সাথে সিলেটে আরও আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্কা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু,ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সিলেটের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D