সিলেট ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
শুক্রবার সিলেটের যেসব স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সিলেটের ৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোর আশপাশে জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি জানায়, পরীক্ষাকেন্দ্র থেকে ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈ-চৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারসহ সব ধরনের শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন কিংবা বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানান, জননিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা মানতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিসিএস পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলো হলো- চৌহাট্টার সরকারি মহিলা কলেজ, মিরের ময়দানের ব্লু-বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, লামাবাজারের সরকারি মদন মোহন কলেজ, চৌহাট্টার সরকারি আলিয়া মাদরাসা, জিন্দাবাজারের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, কালিঘাট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জিন্দাবাজার দি এইডেড হাই স্কুল।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি