১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৭
গভর্ণিং বডির উপদেষ্ঠা সদস্য ও ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সিলেট এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আলম চৌধুরী পিবিজিএম, বিজিবিএম বলেছেন, শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক এবং শরীর ও মনকে সতেজ রাখে। আর স্বাস্থ্যকে সুস্থ, সুন্দর ও সবল রাখতে খেলাধূলা অপরিহার্য। যে কোন খেলাধূলায় মানুষের শরীর ও মনকে সুস্থ, সবল রাখে। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করা। কেবল সুস্থ্য শরীরই পারে সুস্থ, সুন্দর জীবন গড়তে। তিনি বলেন, সুস্থ চিন্তা ও বিভেকবান মানুষ তৈরিতে শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্ম যাতে সঠিক শিক্ষা গ্রহণের মধ্যে বেড়ে ওঠে সেদিকে আমাদের নজর দিতে হবে। তিনি আরো বলেন শিক্ষার পাশাপাশি শিার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। এতে তাদের মন-মানষিকতার বিকাশ ঘটবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে খেলাধূলার প্রতি আরো বেশি গুরুত্ব দেয়া দরকার।
তিনি মঙ্গলবার বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে ২য় অধিবেশনে পুরস্কার বিতরণ করেন ৪১ বিজিপি সিলেটের উপ অধিনায়ক মেজর মোঃ শাহেদ মেহের, ৪১ বিজিবি সিলেটের উপ অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটের অধ্যক্ষ মোঃ ফয়জুল হক।
শিক্ষার্থী ফাতেমা রহমান খান ও উম্মে ফাহিমা দীনার যৌথ পরিচালনা অন্যান্যের মধ্যে উপস্থিত, ঢাকা ব্যাংক মদিনা মার্কেট শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষিক সিনিয়র শিক্ষক মোঃ হাসান আল শামছুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D