শুভেচ্ছা বার্তা মস্তাক আহমদ পশাশ : রমজান হচ্ছে আত্মসংযম ও ক্ষমা লাভের মাস

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

শুভেচ্ছা বার্তা মস্তাক আহমদ পশাশ : রমজান হচ্ছে আত্মসংযম ও ক্ষমা লাভের মাস

নিজস্ব প্রতিনিধি

মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে সিলেটের কানাইঘাট উপজেলাবাসী সহ সর্বস্থরের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতবাঁক ইউপির সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। শনিবার বিকাল ৫ টায় তিনি এক শুভেচ্ছা বার্তায় সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন র্দুযোগকালীন এ সময়ে আমাদের সবাইকে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। আমরা সবাই মিলে পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সকল ধরনের হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্টা করতে হবে। তিনি উল্লেখ করে বলেন পবিত্র এই মাসটি হচ্ছে আত্মসংযম ও ক্ষমা লাভের মাস। কারন এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়। পরিশেষে তিনি পবিত্র রমজান উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসী সহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানান।

ফেসবুকে সিলেটের দিনকাল