শুভ উদ্বোধন হলো আমিনা মোবাইল

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

শুভ উদ্বোধন হলো আমিনা মোবাইল

মোবাইল মার্কেট হিসেবে জনপ্রিয় করিম উল্লাহ মার্কেটের ৩য় তলায় গ্রাহকদের জন্য নতুন চমক ও অভিজ্ঞতা নিয়ে সম্পূর্ণ নতুন আঙিকে আজ বৃহস্পতিবার বাদ আছর উদ্বোধন হলো আমিনা মোবাইল। করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিম ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মার্কেটের সভাপতি আব্দুল ওয়াদুদ পাভেল,মারুফ আহমদ ,জাকারিয়া আহমেদ মোশারফ হোসেন মিশু,মো: এহসান আহমদ জাহেদ,তালহা খান মার্কেটের ব্যবস্থাপক জামাল মিয়া, এহসান আহমদ জাহেদ ও মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। উল্লেখ্য, আমিনা মোবাইল হচ্ছে হাম-তুম মোবাইলের একটি অঙ্গ প্রতিষ্ঠান। উভয় প্রতিষ্ঠানেরই স্বত্বাধিকারী হলেন রুহেল আহমদ। তিনি দীর্ঘদিন যাবৎ হাম-তুম মোবাইল নামক প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গ্রাহকের সুবিধার্থে নতুন-পুরাতন ও সকল ব্র্যান্ডের কালেকশন নিয়ে তিনি যাত্রা শুরু করলেন আমিনা মোবাইলের।