১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২
শুভ জন্মদিন মাটি ও মানুষের মন্ত্রী এম এ মান্নান..
এডিশনাল পি.পি শামসুল ইসলাম, সিলেট জেলা জজকোর্ট
বৃহত্তর সিলেটের কৃতিসন্তান,গনপ্রজাতন্ত্রীক বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর ৭৬তম জন্মবার্ষিকী আজ ১৬ই ফ্রেব্রুয়ারী।
জনাব এম এ মান্নান ১৯৪৬ সালের ১৬ই ফ্রেব্রুয়ারী সিলেটের সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি নুতনবাজার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেছেন।
পরে পাকিস্তানেরন সারগোদায় এয়ারপোর্স স্কুল থেকে ও লেভেল পরীক্ষা পাস করেছিলেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী ও স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেছিলেন।
এম এ মান্নান ১৯৭৪ সালে বিসিএস পরীক্ষা পাস করে প্রশাসনের ক্যাডারের কর্মকর্তা হিসাবে যোগদান করেছিলেন।। তিনি কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় এর মহাপরিচালক এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এম এ মান্নান ২০০৩ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা এর চেয়ারম্যান দায়িত্ব পালন শেষে সরকারী চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
২০০৫ সালে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর আসনের তৎকালীন সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী জননেতা আব্দুস সাামাদ আজাদ মৃত্যুতে উপনির্বাচন আওয়ামী লীগ বর্জন করায় জনাব এমএ মান্নান স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।
তারপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ ৩ আসন ( দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৯ সালের আওয়ামী লীগের সম্মেলনে তাঁহাকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছিল। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের গুরুত্বপূর্ন পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এই পর্যায়ে তাহার অক্লান্ত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও টেকষ্টাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও কৃষি কলেজ স্থাপন করেছেন। তাহার প্রচেষ্টায় ছাতক থেকে সুনামগঞ্জ সদর পর্যন্ত রেললাইন নির্মান করছেন।
তাহার স্ত্রী জুলেখা মান্নান ঢাকা উইমেন্স কলেজের অধ্যাপক ছিলেন। তাহার মেয়ে চিকিৎসক হিসাবে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন যাপন করছেন।
ছেলে সাদাত মান্নান যুক্তরাজ্যের বার্কলেইস ক্যাপিটাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং লন্ডনে বসবাস করছেন।
আল্লাহতালা যেন উনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ দান করেন এই দোওয়া করছি। আমিন।
তথ্য সংগ্রহ – গুগল থেকে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D