২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
খেলাধুলা : আফ্রিদি মানে হয় এসপার, নয় ওসপার। ছক্কা মারো, নয়তো আউট হও। এর কোনো এদিক-ওদিক নেই। মারকাটারি খেলার ধরনটায় গত দুই যুগে কোনো পরিবর্তন আনেননি। ফলে শূন্যের সঙ্গে তাঁর সখ্য একটু বেশিই। ২০১৯ সালেই পেশাদার ক্রিকেটে শূন্যের সেঞ্চুরি হয়ে গিয়েছিল তাঁর। গতকাল স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলে শূন্যের রেকর্ডটা দখলে নিয়েছেন আফ্রিদি।প্রথম বলে শূন্যের রেকর্ডটা নিয়ে বেশ রেষারেষি চলছে ডোয়াইন ব্রাভো ও আফ্রিদির মধ্যে। একবার রেকর্ডটা আফ্রিদি নিচ্ছেন, তো কদিন পরই সেটা যাচ্ছে ব্রাভোর দখলে। অবশেষে কাল ক্যান্ডি টাস্কারসের সঙ্গে গল গ্ল্যাডিয়েটরসের ম্যাচে আবারও গোল্ডেন ডাকের রেকর্ড নিজের করে নিলেন আফ্রিদি। যে রেকর্ডের শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও।গতকাল দলের মহাবিপদে ব্যাট করতে নেমেছিলেন আফ্রিদি। ১৯৬ তাড়া করতে নামা দল ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। পঞ্চম উইকেট জুটিটার শুরু ভালোই হয়েছিল। ৪ বলেই এসেছিল ১১ রান। পঞ্চম বলেই হলো সর্বনাশ, সেকুগে প্রসন্নর বল ঠিকভাবে খেলতে না পেরে বল আকাশে তুলে দিলেন আফ্রিদি। এটাই ছিল তাঁর প্রথম বল। পঞ্চম উইকেট জুটিতে কোনো অবদান না রেখেই দলকে মহাবিপদে রেখে এলেন অধিনায়ক। তাঁর দলও টুর্নামেন্টে হারের হ্যাটট্রিক করেছে।এই শূন্য দিয়ে একটি চক্র পূর্ণ হয়েছে আফ্রিদির। এ পর্যন্ত যে টুর্নামেন্টেই টি-টোয়েন্টি খেলেছেন, সবখানেই অন্তত একটা শূন্য আছে তাঁর। এমনকি ২০১৯ সালে অনানুষ্ঠানিকভাবে যে আইস ক্রিকেট খেলেছিলেন, সেখানেও শূন্যের দেখা মিলেছিল আফ্রিদির। পাকিস্তান জাতীয় দলের হয়ে ছয়টি গোল্ডেন ডাক পেয়েছেন। এর মধ্যে বিশ্বকাপের ম্যাচও আছে। পিএসএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, আইপিএল, বিগ ব্যাশ, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও গোল্ডেন ডাক পাওয়ার অভিজ্ঞতা ছিল তাঁর। গতকাল লঙ্কা প্রিমিয়ার লিগেও সেটা পাওয়া হয়ে গেল।এক ক্রিকেট পরিসংখ্যানবিদ জানিয়েছেন, সব টুর্নামেন্ট মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭টি গোল্ডেন ডাক আফ্রিদির। এ নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বিতাটা ডোয়াইন ব্রাভোর সঙ্গে। করনা-বিরতির আগে দুজনই ১৫টি গোল্ডেন ডাক নিয়ে সমতায় ছিলেন। এর পর ব্রাভো আইপিএলে নামার সুযোগ পেয়েছেন। কিন্তু আফ্রিদির পক্ষে তো আর সেটা করা সম্ভব নয়। চোটের কারণে মাঝপথেই আইপিএল থেকে ছিটকে গেছেন ব্রাভো। মাত্র দুই ম্যাচে ব্যাট করতে পেরেছেন। এর মধ্যেই এক ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে দৌড়ে এগিয়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার।আইপিএল শেষ হওয়ার পর পাকিস্তান সুপার লিগে প্লে-অফ পর্ব শুরু করেছে। আর সে সুবাদেই দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন আফ্রিদি। লাহোর কালান্দার্সের বিপক্ষে এলিমিনেটরে প্রথম বলেই বোল্ড হয়ে আবার সমতায় ফিরেছিলেন। আর কাল তো আবার দখলেই নিয়েছেন সে রেকর্ড। আপাতত ১৭টি গোল্ডেন ডাক নিয়ে শীর্ষে আছেন আফ্রিদি।
ব্যাটসম্যান | শূন্য | ইনিংস |
শহীদ আফ্রিদি | ১৭ | ২৭৬ |
ডোয়াইন ব্রাভো | ১৬ | ৩৭২ |
উমর আকমল | ১৪ | ২৪২ |
সাকিব আল হাসান | ১৪ | ২৮৫ |
ডোয়াইন স্মিথ | ১৪ | ৩২৭ |
১৬ বার আউট হয়ে ব্রাভো দুইয়ে আছেন, সেটা তো আগেই জানানো হলো। তৃতীয় স্থান নিয়েও কিন্তু জোর লড়াই চলছে! সমান ১৪ বার প্রথম বলে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজেরই ডোয়াইন স্মিথ, বাংলাদেশের সাকিব ও পাকিস্তানেরই উমর আকমল। এ তালিকায় চারজনই অলরাউন্ডার। শুধু উমর আকমলই ব্যাটসম্যান।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D