শূন্য রানে আউট ভারতের চার ব্যাটসম্যান

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

শূন্য রানে আউট ভারতের চার ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক

রানের খাতা খুলতেই পারেননি ভারতের চার ব্যাটসম্যান। শূন্য রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার পৃথ্বি শ, শুভমান গিল, উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আজিঙ্কা রাহানোর নেতৃত্বাধীন ভারতীয় দলটি।

রোববার সিডনিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় সফরকারী ভারত। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ভারতীয় দুই ওপেনার পৃথ্বি শ ও শুভমান গিল। ৬ রানে দুই ওপেনারের উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে চেতেশ্বর পুজারাকে সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে আউট হন হনুমা হিবারী (১৫)।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে ফেরেন পুজারা। তার আগে পাঁচ বাউন্ডারিতে করেন ৫৪ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় ভারত।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই করে যান রাহানে। তার অপরাজিত সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৪৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। রাহানের ১১৭ রানের ইনিংসটি ১৮ চার ও এক ছক্কায় সাজানো। শূন্য রানে ফেরেন ঋদ্ধিমান সাহা ও মোহাম্মদ সিরাজ। ৫ রান করে আউট রবিচন্দ্রন অশ্বিন। ১৫ ও ২৪ রান করেন কুলদিপ ও উমেশ যাদব।

জবাবে ব্যাটিংয়ে নেমে ক্যামেরন গ্রিনের অপরাজিত সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৮৬ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া ‘এ’ দল। দ্বিতীয় দিন শেষে অসিদের লিড ৩৯ রান, হাতে আছে এখনও দুই উইকেট। ১১৪ রানে অপরাজিত আছেন গ্রিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল