শেষ চারে সেরেনা ও মেদভেদেভ

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

শেষ চারে সেরেনা ও মেদভেদেভ

এএফপি, নিউইয়র্ক :

সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের শেষ চারে জায়গা করে নিলেন বটে। সেজন্য তাকে যথেষ্ট ঘাম ঝরাতে হল।

পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন দানিল মেদভেদেভ। রজার ফেদেরার ও রাফায়েল নাদালের অনুপস্থিতির পর নোভাক জোকোভিচ বহিষ্কৃত হওয়ায় ফাঁকা মাঠ পেয়ে গেছেন মেদভেদেভ। পুরুষ এককে তিনিই এখন ফেভারিট।

বুধবার ফ্লাশিং মিডোয় তৃতীয় বাছাই মার্কিন কৃষ্ণকলি সেরেনা প্রথম সেটে হার মানেন অবাছাই বুলগেরীয় সভেতানা পিরোনকোভার কাছে। পরের দুই সেট জিতে নিজের ২৪তম গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের আশা জিইয়ে রাখেন ৩৮ বছর বয়সী সেরেনা।

৪-৬, ৬-৩, ৬-২ এ শেষ আটের বাধা পেরোনো সেরেনা সেমিতে লড়বেন ভিক্টোরিয়া আজারেংকার বিপক্ষে। একইদিন ষোড়শ

বাছাই বেলজিয়ামের এলিস মের্টেন্সকে

৬-১, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে সাত

বছর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের শেষ চারে ওঠেন আজারেংকা।

পুরুষ এককের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই ডমিনিক টিম ও তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ। প্রথম

গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের প্রত্যাশী এই দু’জন শেষ চারে পরস্পরের মুখোমুখি হবেন। র‌্যাংকিংয়ে তিন নম্বর খেলোয়াড় টিম এই প্রথম টুর্নামেন্টের শেষ চারে ওঠেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনোরকে ৬-১, ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে। আর শেষ আটে স্বদেশি আন্দ্রি রুভলেভকে ৭-৬ (৮-৬), ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে হারান তৃতীয় বাছাই মেদভেদেভ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল