শেষ বিদায় বেলা কথা রাখলেন তারা : প্যানেল মেয়র-১তৌফিক বকস্ লিপন

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ৩, ২০২২

শেষ বিদায় বেলা কথা রাখলেন তারা : প্যানেল মেয়র-১তৌফিক বকস্ লিপন

শেষ বিদায় বেলা কথা রাখলেন তারা : প্যানেল মেয়র-১তৌফিক বকস্ লিপন

সৃষ্টির সেরা জীব মানুষ। ‘জন্মিলে মরিতে হইবে’ কথাটি চির সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু মানুষকে কাদাঁয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে কেদেঁছে সিলেটবাসী। তিনি আর এ পৃথিরীতে নেই। জীবিত থাকাকালীন সময়ে তিনি ছিলেন আপাদমস্তক একজন সরলমনা,সিলেট প্রেমী আর সিলেটের একজন অভিভাবক। উন্নয়ন আর দেশের অর্থনীতিতে তিনি যে ভূমিকা পালন করে গেছেন, জাতী তা আজীবন মনে রাখবে। একটি রাস্ট্রের অর্থনীতিই হচ্ছে উন্নয়নের ধারক ও বাহক। সেই অর্থনীতিবিদ ছিলেন শ্রদ্ধেয় আবুল মাল আবদুল মুহিত। সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে জীবদ্দশায় শ্রদ্ধাভাজন আবুল মাল আবদুল মুহিতকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছিলো। সম্মাননা প্রদান অনুষ্ঠানের দায়িত্বে যারা ছিলেন, তারাই আবুল মাল আবদুল মুহিতের শেষ বিদায় বেলা জানাযা, দাফনসহ সকল আনুষ্ঠানিক কাজেও নিয়োজিত ছিলেন। ঢাকা থেকে সিলেটে আসা বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী প্রাণহীন আবুল মাল আবদুল মুহিতের নিথর দেহ চিরশায়ীত করা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র,সম্মানিত কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনসহ যারা দায়িত্ব পালন করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
(কৃতজ্ঞতায়- রোটারিয়ান তৌফিক বকস্ লিপন
প্যানেল মেয়র(১)ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশন। )

  

 

ফেসবুকে সিলেটের দিনকাল