শোকের মাস আগষ্টে যুবলীগ নেতা রাতুলের আয়োজনে খতম,মিলাদ ও দোয়া মাহফিল সম্পুন্ন

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১

শোকের মাস আগষ্টে যুবলীগ নেতা রাতুলের আয়োজনে খতম,মিলাদ ও দোয়া মাহফিল সম্পুন্ন

নিজস্ব প্রতিবেদক :

শোকের মাস আগস্ট এই শোকাবহ ১৫ আগস্টে মর্মাহত হত্যাকান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশনায় যুবলীগ নেতা জাহিদ হাসান রাতুলের উদ্যাগে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঐদিন সকালে ঢাকার মোহম্মদপুরের একটি মাদ্রাসা মসজিদে কুরআন খতম পড়ানো হয়। মাদ্রাসায় এতিমদের জন্য ৫০ কেজি চাল ও মসজিদে আসা মুসল্লীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক প্রদান করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বিয়ানবর্গ,বনানী থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম,ঢাকা মহানগর উত্তর ৩৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন,ছাত্রলীগ নেতা ফরহাদ, শিশির, জাহিদ, মোশাররফ, রাসেল, রাকিব প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল