শোয়েব মালিকের দুর্দান্ত উড়ন্ত ক্যাচ,

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

শোয়েব মালিকের দুর্দান্ত উড়ন্ত ক্যাচ,

স্পোর্টস ডেস্ক::
জাতীয় দলে ঠাঁই না পেলেও লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত খেলে যাচ্ছেন ৩৮ বছর বয়সী পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক।

বয়সকে কেবল সংখ্যা বানিয়ে ব্যাটিং-বোলিং আর ফিল্ডিংয়ে চমক দেখিয়ে যাচ্ছেন ‘বুড়ো মালিক’।

শুক্রবার এলপিএলে দুর্দান্ত ক্যাচ নিয়ে শোয়েব আবারও জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি।

এদিন কলম্বো কিংসের বিপক্ষে ফিল্ডিং করছিলেন জাফনা স্টালিয়নসের শোয়েব মালিক। বাউন্ডারি লাইনে দাঁড়ানো ছিলেন তিনি।

২৩ বল খেলে ২২ রানে ব্যাট করছিলেন কলম্বোর অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউস। ক্রিজের অপর প্রান্তে ৪৯ রানে অপরাজিত ছিলেন দিনেশ চান্দিমাল।
জাফনার বোলার বিজয়াকানাথের ডেলিভারিকে উড়িয়ে মারেন ম্যাথিউস। নিশ্চিতভাবে বলটি বাউন্ডারি পেরিয়ে যেতে পারত।

কিন্তু বাজপাখির মতো উড়ে এসে উড়ন্ত বলকে আর বাউন্ডারির বাইরের মাটি স্পর্শ করতে দেননি শোয়েব। দ্বিতীয় প্রচেষ্টায় ক্যাচ লুফে নেন তিনি। ফলে ছক্কার বদলে আউট হয়ে সাজঘরে ফেরেন ম্যাথিউস।

শোয়েবের সেই ক্যাচ নেয়া ভিডিও এখনও রীতিমতো ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই আপলোড করছেন ভিডিওটি। নিবরাজ রমজান নামে একটি টুইটার হ্যান্ডেলারে ভিডিওটি আপলোডের পর শোয়েব মালিকপত্নী সানিয়া মির্জাকে ট্যাগ দেয়া হয়।
ক্যাপশনে লেখা হয়, এমন লিজেন্ডকে (শোয়েব মালিক) কেন অবসরে যেতে হবে? এখনও তিনি মাঠে কীর্তি গড়তে পারেন।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে টি-টোয়েন্টি সংস্করণে দলের অপরিহার্য সদস্য হিসেবে দেখা গেলেও রহস্যময় কারণে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না শোয়েব মালিক।
১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে ঠাঁই হয়নি এই পাক অলরাউন্ডারের।

নিয়মিত পারফরম করে যাওয়া এই ক্রিকেটারকে কেন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে রাখা হয়নি তার কারণ অজানা শোয়েব মালিকেরও।

এ বিষয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়ার সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, আমি কেন জাতীয় দলে নেই, এটি কেবল প্রধান নির্বাচকই বলতে পারবেন। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। তাদের পক্ষ থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে অবশ্যই আমি নেতিবাচক দিকে যেতে চাই না, ইতিবাচক থাকতে চাই।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল