শ্রীমঙ্গলের করনোয় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

শ্রীমঙ্গলের করনোয় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার মিশন রোডের রফিকুর রশীদ চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে রোববার রাতে সিলেট শামসুদ্দিন হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি মিশন রোডের আব্দুল দাইয়ান চৌধুরী ( টুনু চৌধুরী) এর বড় ভাই।

ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এবং মৃতব্যক্তির আত্মীয়রা, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওঃ এম এ রহীম নোমানীর সাথে যোগাযোগ করলে তিনি জেলা সভাপতি জানান। রাত ৩ টা থেকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

সোমবার সকাল ৯ ঘটিকার সময় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এটা ইকরামুল মুসলিমীনে মৌলভীবাজারের ১৭ নম্বর দাফন-কাফন। এর আগে মৌলভীবাজার সদর উপজেলায় ৬টি, শ্রীমঙ্গল উপজেলাসহ ৭টি দাফন-কাফন করেছেন।