শ্রীমঙ্গলে আওয়ামীলীগ নেতার বাসায় ডাকাতি ও অগ্নিসংযোগে অর্ধ কোটি টাকা ক্ষতি

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

শ্রীমঙ্গলে আওয়ামীলীগ নেতার বাসায় ডাকাতি ও অগ্নিসংযোগে অর্ধ কোটি টাকা ক্ষতি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :

শ্রীমঙ্গলে আওয়ামীলীগ নেতার বাসায় ডাকাতি
শ্রীমঙ্গল শহরস্থ বারিধারা এলাকায় গতকাল রাত ৩ টায় ০৮ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। তারা মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর উপ দপ্তর সম্পাদক আবু শহীদ মুহাম্মদ আব্দুল্লার বাসায় জানালার গ্রীল ভেঙ্গে প্রবেশ করে ১০০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকা ও ৪ টি মোবাইল সেট নিয়ে যায়।
আবু শহীদ মুহাম্মদ আব্দুল্লাহ জানায়, মুখোশধারী ৮ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের বেঁধে রেখে জিনিস লুট করে নিয়ে যায় তারা।  ডাকাতি হওয়ার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীমঙ্গলে আগুন লেগে অর্ধ কোটি টাকা ক্ষতি

শ্রীমঙ্গলের নতুন বাজার সোনার বাংলা মার্কেটে গত রাত রবিবার রাত দেড়টায় আগুন লেগে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে।রাত দেড়টায় সংবাদ পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের সুত্রপাতের সঠিক তথ্য এখনো জানা যায়নি। তবে অনেকেরই ধারণা বিদ্যুতের শর্টসার্কিট আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে পুড়ে ৮টি দোকান ছাই হয়েছে।