শ্রীমঙ্গলে আবারো ডাকাতি

প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

শ্রীমঙ্গলে আবারো ডাকাতি

molllনূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: গতকাল ১৯ অক্টোবর গভীর রাতে শ্রীমঙ্গল শহরের গ্রাম বাংলা হোটেলের মালিক হাজি মাহমুদুর রহমান(মামুদের) ০৫ নং কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাড়ীতে জানালার গ্রীল কেটে রাত আনুমানিক ২টায় ৭/৮ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে তার ৭ বছরের ছোট ছেলে ও ১১ বছরের মেয়েকে জিম্মি করে মুখশধারী ডাকাত দল নগদ ৮০ হাজার টাকা,২৫ ভরি স্বর্ণ সহ কয়েকটি মোবাইল সেট নিয়ে যায়।

molll-01জানা যায় ডাকাতরা ডিম ভেজে ঘরের রান্নাকরা খাবার খেয়ে বসে প্রায় ২ঘন্টা পরে মালামাল নিয়ে চলে যায়। ডাকাতির খবর পেয়ে এলাকায় আতংক বিরাজ করছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মাহাবুবুর রহমান ও সদর সার্কেল এএসপি জনাব মোল্লা মোহাম্মদ শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৬, রবিবার