শ্রীমঙ্গলে আড়াই মে: টন অবৈধ পলিথিন জব্দ : ১লাখ ৭৫ হাজার টাকা অর্থদন্ড

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

শ্রীমঙ্গলে আড়াই মে: টন অবৈধ পলিথিন জব্দ : ১লাখ ৭৫ হাজার টাকা অর্থদন্ড

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (৯ সেপ্টেম্বর) ুপুরে শহরের স্টেশন রোডের তিনটি ােকানে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন। অভিযান পরিচালনাকালে অবৈধ পলিথিন বিক্রয় ও মজুদের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘনের অপরাধে ও অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত আরেফিন সিদ্দিকী (৩০) কে বিশ হাজার টাকা, সুমন রায় (৩৪) কে পঞ্চান্ন হাজার টাকা ও মাসুদ রানা (৪২) কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে পৃথক ৩ টি মামলায় মোট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন। র‌্যাব-০৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার মেজর নোমানের নেতৃত্বে র‌্যাব এর একটি টিম ও প্রসিকিউটর হিসেবে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা প্রদান করেন। জব্দকৃত প্রায় ২.৫ মেট্রিক টন পলিথিন সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার কে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য হস্তান্তর করা হয়েছে।