২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষ্যে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের হবিগঞ্জ সড়কে দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের সম্মুখে ও রাজমহল মিষ্টির দোকান চত্বরে আগত বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক, পরিদর্শক ( তদন্ত) সোহেল রানা ও ওসি অপারেশন নয়ন কারকুন উপস্থিতিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানকে জীবাণুনাশক যন্ত্র বহন করে যানবাহনে স্প্রে করতে দেখা যায়।
এসময় বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ ২ শতাধিক গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আবদুছ ছালেক যুগান্তরকে জানান, করোনাভাইরাস মোকাবেলায় শহরশুখী সব যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
যতদিন প্রয়োজন হবে এ কার্যক্রম চালানো হবে বলে তিনি জানান। তিনি বলেন, কোন সামাজিক সংগঠন চাইলে তাদের জীবাণুনাশক উপকরণ দিয়ে আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছি।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D