শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কানু দাস (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথে এ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। কানু দাস সদর ইউনিয়নের রুপসপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি একজন কাপড় বিক্রেতা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কানু দাস গত ১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে গিয়েছিলেন। যেহেতু তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, তাই আমরা স্বাস্থ্য বিধি মেনেই দাহ করার পরামর্শ দিয়েছি। আর মৃতের পরিবারকে রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।