শ্রীমঙ্গলে কারাগার থেকে বেরিয়ে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরণ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

শ্রীমঙ্গলে কারাগার থেকে বেরিয়ে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরণ

মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের পূর্ব মাজডিহি গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে জাকির মিয়া (২০) নারী ও শিশু দমন আইনের (জি,আর ২৩৭/১৯ইং) মামলায় দীর্ঘ এক বছর হাজত কেটে বেরিয়ে এসে দশম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১০ জুন) রাত ১২ টায় পূর্ব মাজডিহি গ্রামে ঘটনাটি ঘটে। এব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, পূর্ব মাজডিহি গ্রামের বিধবা এক নারীর মেয়ে ভৈরবগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর পড়ুয়া স্কুল ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে একই গ্রামের জাকির মিয়া তাহাকে কুপ্রস্তাব দিত। মেয়েটি মাকে বিষয়টি জানালে তাহার বিরুদ্ধে বিগত ০৮-০৮-২০১৯ইং তারিখে শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেন মামলা নং ১৩,জি,আর ২৩৭/১৯ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন-০৩। উক্ত মামলায় জাকির মিয়া প্রায় এক বছর জেল হাজতে আবদ্ধ থাকে। গত ২ জুন ২০২০ইং তারিখে ভাচ্যুয়াল কোর্ট হতে জামিনে বেরিয়ে আসে। আসার পর মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব পাটালে ভিকটিমের মা রাজি না হওয়াতে আক্রোশ্বান্বিত হয় জাকির ও তার ভাইরা। উল্লেখিত ঘটনার দিন রাতে ভিকটিমের বাড়ী থেকে জাকির মিয়া ও তার তিন ভাইসহ সঙ্গীরা মিলে জোরপূর্বক ভাবে মেয়েটিকে তুলে নেয়। শ্রীমঙ্গল থানায় ৬ জনকে আসামী করে ভিকটিমের মা বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছেন বলে জানা যায়। অপহরণকারীরা হলেন জাকির মিয়া (২০), মো: অলিল মিয়া (৩৬),সিতারা বেগম (৬০),মো:অদুদ মিয়া (৩২),শাকির মিয়া (১৮) মো: হেলাল মিয়া (৩৮) এরা সবাই একই গ্রামের। এব্যাপারে শ্রীমঙ্গল থানার তদন্তকারী অফিসার এসআই সুমন হাজরা সাথে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।