শ্রীমঙ্গলে কিশোরী ধর্ষণ, আটক ২

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

শ্রীমঙ্গলে কিশোরী ধর্ষণ, আটক ২

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতরে সঙ্গীকে বেঁধে রেখে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে। স¤প্রতি দিনাজপুর থেকে নিজ বাড়িতে বেড়াতে এসেছিল মেয়েটি। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শহরতলীর বধ্যভূমি সংলগ্ন ভাড়াউড়া ফিনলে চা-বাগানের ভেতরে এই ধর্ষণের ঘটনা ঘটে।

কিশোরীর মা জানান, তাদের বাসা শহরে। তার মেয়ে একই এলাকার এক ব্যক্তির মেয়ের দিনাজপুরের বাসায় কাজ করত। দুই সপ্তাহ আগে সে শ্রীমঙ্গলে নিজের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সন্ধ্যার পর একই এলাকার আঞ্জব আলীর ছেলে ইয়াকুব আলী মেয়েটিকে বধ্যভূমিতে বেড়াতে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চা-বাগানের ভেতরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই কিশোরী।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, শুক্রবার সন্ধ্যার পর একই এলাকার পূর্ব পরিচিত আঞ্জব আলীর ছেলে অটোরিকশাচালক ইয়াকুব আলীর সঙ্গে বধ্যভূমি এলাকায় বেড়াতে যায় মেয়েটি। সেখানে রাত ৯টা পর্যন্ত ছিল তারা। সড়কের পাশে তারা ঝালমুড়ি খাচ্ছিল, এ সময় অপরিচিত এক টমটম চালক বাসায় পৌঁছে দেবে বলে তাদের টমটমে ওঠায়। এ সময় আগে থেকে সেখানে অবস্থানকৃত দুই ধর্ষক টমটমে উঠে ভাড়াউড়া চা-বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধর্ষকদের একজন মেয়েটির সঙ্গে থাকা ইয়াকুবকে রশি দিয়ে বেঁধে টমটমে আটকে বসিয়ে রাখে। রাত সাড়ে ১০টার দিকে ধর্ষণের শিকার কিশোরী ও ইয়াকুবকে বধ্যভূমির কাছাকাছি সড়কে নামিয়ে দিয়ে টমটম নিয়ে পালিয়ে যায় ধর্ষকরা।

তিনি আরও জানান, ঘটনা জানার পর মেয়েটির মা রাতেই থানায় আসেন। পরে অভিযান চালিয়ে ভাড়াউড়া চা-বাগান থেকে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার ভাড়াউড়া চা বাগানের মৃত অনিল দোষাদের ছেলে কৈলাশ দোষাদ (২৫) ও একই চা-বাগানের মৃত পূজনা মৃধার ছেলে জহর লাল মৃধা (২৯)। আটক দুইজন ওই চা-বাগানের পাহারাদার। মূল অভিযুক্ত টমটম চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই কিশোরীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।