শ্রীমঙ্গলে চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউপি সদস্য বরখাস্ত

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মে ৬, ২০২০

শ্রীমঙ্গলে চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউপি সদস্য বরখাস্ত

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল দরিদ্রদের মধ্যে বিতরণে অনিয়মের দায়ে দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন, কালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নং ওয়াডের্র সংরক্ষিত আসনের মহিলা সদস্যা সাহিদা বেগম। তাদের বিরুদ্ধে সরকারি খাদ্যকর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুজনকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সরকারি প্রজ্ঞাপনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী এ আদেশ দেন। আজ বুধবার (৬ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্ণিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রুপা-কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।