শ্রীমঙ্গলে দিনমজুরদের খাদ্য সামগ্রী দিল সেনাবাহিনী

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

শ্রীমঙ্গলে দিনমজুরদের খাদ্য সামগ্রী দিল সেনাবাহিনী

সিলেটের দিনকাল ডেস্ক:

করোনা আতঙ্কে সারা দেশের মানুষই কার্যত গৃহবন্দী। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে রাস্তাঘাট অনেকটাই জনমানব শূন্য। এ রকম অবস্থায় শ্রীমঙ্গলে শহর ও গ্রাম পর্যায়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছেন সেনা বাহিনী।

রবিবার বেলা ১১ টায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার নেতৃত্বে করোনা প্রতিরোধে মানব দূরত্ব নিশ্চিত করতে কঠোর নজরদারি করতে দেখা যায় সেনা সদস্যদের। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষকে বাইরে না যেতে সেনা সদস্যরা মাইকিং করে সতর্ক করছে। কোথাও যেন জনসমাগম না হয় সে বিষয়ে তারা নজরদারি করছেন। সেই সঙ্গে সেনা সদস্যরা ভ্রাম্যমাণ দিনমজুর ও বৃদ্ধদের মাঝে মাস্ক ও চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়।