শ্রীমঙ্গলে নতুন এসিল্যাণ্ড মো. নেসার উদ্দিন

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

শ্রীমঙ্গলে নতুন এসিল্যাণ্ড মো. নেসার উদ্দিন

আবিদ হোসেন তানভীর. শ্রীমঙ্গল 
শ্রীমঙ্গলে নতুন এসি ল্যাণ্ড হিসেবে যোগদান করেছেন মোঃ নেসার উদ্দিন। গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। এর আগে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস সুত্র জানায়, নেসার উদ্দিন রুবেল ২০১৭ সালের ২ মে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে চাকুরী জীবন শুরু করেন।
তিনি ২০১৪ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গনিতে মাস্টার্স করেন। তার বাড়ি বি বাড়িয়া জেলার কসবা উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।উনার স্ত্রী মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রভাষক হিসেবে চাকুরীরত আছেন।