শ্রীমঙ্গলে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

শ্রীমঙ্গলে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত
আবিদ হোসেন তানভীর ও আজির  উদ্দিন শিহাব
শ্রীমঙ্গলে নতুন করে  ব্যাংকার, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের একজন ব্যাংক কর্মকর্তা, থানার কনস্টেবল ও একজন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীসহ মোট ৮ জন আক্রান্ত। শ্রীমঙ্গল উপজেলা  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হেসেন চৌধুরী জানান, গতকাল শুক্রবার (১০ জুলাই) রাতে ঢাকা ল্যাব থেকে এই আট জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ ও ৮ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল।
এই আটজন নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন। এর মধ্য ৫৫ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৩ জন বলে জানা যায়।