শ্রীমঙ্গলে নারী প্রতিবন্ধী ফোরামের অবহিতকরণ কর্মশালা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

শ্রীমঙ্গলে নারী প্রতিবন্ধী ফোরামের অবহিতকরণ কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কক্ষে নারী প্রতিবন্ধী ফোরামের অবহিতকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনার সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শাহেদা আক্তার, ৩নং সদর ইউপি সদস্য শাজাহান মিয়া, মিনতী রানী দে, ইউনিয়ন কমিটির সভাপতি সালাহ উদ্দিন, প্রকল্পের ফিল্ড এ্যানিমেটর ফাসবন পলেং প্রমুখ।

এসময় বক্তব্যে বিভিন্ন প্রতিবন্ধী ক্লাবের সদস্য ও অভিভাবকগন তাদের সুবিধা অসুবিধার কথা অতিথিদের মাঝে তুলে ধরেন।

উল্লেখ যে কারিতাস এসডিডিবি প্রকল্প সমাজ পর্যায়ে প্রতিবন্ধী, প্রবীণ ও মাদকাসক্ত বিচ্ছিন্ন এ জনগোষ্ঠীকে সমাজের একই ছাতা তলে অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন কমিটি এবং প্রতিবন্ধী, মাদকাসক্ত এবং প্রবীণ হিতৈষী সংঘের সাথে সহায়করুপে দায়িত্ব পালন করছে।