২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
স্বপন দেব,নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে দুটি দোকানদারকে নিষিদ্ধ পলিথিন বিক্রিরদায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অমিত এন্টারপ্রাইজের দোকানমালিককে না পেয়ে বেশকিছু পলিথিন জব্দ ও গোডাউন সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শ্রীমঙ্গল উপজেলায় ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।
শ্রীমঙ্গল উপজেলায় ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো.নেছার উদ্দিন বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লংঘন করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় শ্রীমঙ্গলের স্টেশন রোডস্থ লোকনাথ স্টোর ও মডার্ন ভেরাইটিজ স্টোর থেকে আনুমানিক ৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৬০ হাজার টাকা অর্থদন্ড আরোপ এবং জরিমানা আদায় করা হয়েছে।
তাছাড়া অমিত এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের একটি গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ রাখায় সেই গোডাউন সীলগালা করা হয়েছে। এই প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ব্যবহার অনুপযোগী করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D