শ্রীমঙ্গলে পুকুর থেকে মন্দিরের মালামাল উদ্ধার : আটক ৩

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

শ্রীমঙ্গলে পুকুর থেকে মন্দিরের মালামাল উদ্ধার : আটক ৩

শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ মন্দিরে চুরির ঘটনায় এক সাংবাদিকের গ্রামের বাড়ির পুকুর থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শনিবার বেলা ১১ টায় চুরির ঘটনায় আটক শংকর দেব (৪৫) সহ ৩ ব্যক্তির দেওয়া তথ্যমতে উপজেলার ভীমসি গ্রাম থেকে দেবালয়ের মালামাল উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভিমসী গ্রামে মদনমোহন আখড়ার পূর্ব পাশে অবস্থিত শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট এর গ্রামের বাড়ির পুকুর থেকে দেবালয়ের চোরাইকৃত কাসা ও পিতলের এসব সামগ্রী উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
এর আগে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে ভূনবীর শাসন গ্রামের মৃত ধীরেন্দ্র দেবের ছেলে শংকর দেব ছাড়াও একই এলাকার মৃত সফিক মিয়ার ছেলে নোমান মিয়া (২৩) ও ভীমসি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কুদ্দুস মিয়া (৩৫) কে আটক করে।
ভিমসী গ্রামের মদনমোহন আখড়ার সভাপতি দীনেশ লাল রায় বলেন, ভিমসী গ্রামের শিববাড়িতে ও প্রতিমা শিল্পী উত্তম মিশ্রের বাড়ির মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়। এছাড়াও হর-গৌরী আখড়া, মদনমোহন আখড়া, পাল পাড়ার সার্বজনীন দুর্গা মন্দির, ভিমসী মন্দির, মহাদেব মন্দিরে চুরির ঘটনায় এসব মালামাল উদ্ধার হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, ‘আটককৃতের তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ভিমসী গ্রামের পুকুর থেকে দেবালয়ের চুরি যাওয়া বস্তবন্দি কাসা পিতলের বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের ধরার চেষ্টা চলছে। তাদের ধরার পর জিজ্ঞাসাবাদে জানা যাবে এটি চুরি না উদ্যেশ্যমূলক ভাবে ঘটনো হয়েছে কিনা’।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে ঐ গ্রামের ৭টি দেবালয় থেকে কাসা ও পিতলের মুর্তি, থালা বাসন ও দান বাক্সে রক্ষিত টাকা চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে আজ রাতে জেলা পুলিশ সুপার কর্তৃক উদ্ধারকৃত মালামাল পরিদর্শন ও সাংবাদিকদের সাথে ব্রিফিং করার কথা রয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।