শ্রীমঙ্গলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

শ্রীমঙ্গলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জয়নুল ইসলাম (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে।

নিহত জয়নুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁনগ্রাম এলাকার মৃত মোস্তাকিন মিয়ার ছেলে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে ডাকাত নিহতের সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালেক জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্রীমঙ্গল প্রতিনিধি