শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব আদিবাসি দিবস পালিত

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৯

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব আদিবাসি দিবস পালিত

জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি বলেছেন, বাংলাদেশে ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্য-সম্প্রীতি নিয়ে বসবাস করছে। মৌলভীবাজারে খাসিয়া, মনিপু্রি, গারো, সাঁওতালসহ নানা সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন। তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য আজ বিশ্বজুড়ে সমাদৃত। সরকার এসব আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, ভাষাসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি শুক্রবার (৯য়াগষ্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আনন্দ মোহন সিংহের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীন কুমার দেব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুর হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।

‘আদিবাসী ভাষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য রাlলি করেন আদিবাসী জনগোষ্ঠীর লোকজন।

রাসেল আহমেদ (মৌলভীবাজার প্রতিনিধি)