শ্রীমঙ্গলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

শ্রীমঙ্গলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অপু রঞ্জন দে (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী। নিহত অপু রঞ্জন দে উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামে ৷

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের নোয়াগাঁও এলাকা এ দুর্ঘটনাটি ঘটে ৷

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত অপু মোটরসাইকেলে করে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল আসছিলেন। নোয়াগাঁও এলাকায় আসার পর উল্টোদিক থেকে আসা মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস নিহত অপুর মোটরসাইকেলটিকে চাপা দেয় ৷

পরে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ৷

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে এসেছি।

ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে ৷ ঘাতক বাসটিকেও তারা আটক করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি৷

শ্রীমঙ্গল প্রতিনিধি